আজকাল ওয়েবডেস্ক: একই পরিবারের তিনজন। তিনজনই দেশের সাংসদ। মা, দাদার পর, এবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী। রাহুলের ছেড়ে যাওয়া আসন থেকে, তাঁর মার্জিন টপকে বিপুল ব্যবধানে জিতেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এই প্রথমবার সংসদীয় রাজনীতিতে এসেছেন তিনি। মা-দাদার পর, এবার দেশের সাংসদ। বৃহস্পতিবার তিনি শপথ গ্রহণ করলেন ওয়ানেড়ের সাংসদ হিসেবে। এর আগে ২০১৯, ২০২৪ সালে ওয়ানেড়ে থেকে ভোট জিতেছিলেন রাহুল। ২০২৪ সালে ওই কেন্দ্রের সঙ্গেই তিনি জেতেন রায়বেরেলিও। রাহুল ফিরে যান সেখানকার সাংসদ হিসেবে। 

 এদিন তাঁর পরনে ছিল একটি কেরালা কাসাভু শাড়ি। যা শুধু ওয়েনাড নয়, সামগ্রিকভাবে দক্ষিণী ওই রাজ্যেরই ঐতিহ্য। সাদা রঙের এই শাড়ির পাড় হয় উজ্জ্বল সোনালী রঙের। যেকোনও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে কেরালার মহিলারা এই শাড়ি পরেন। এদিন অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্যান্য সাংসদদের উপস্থিতিতে লোকসভায় শপথবাক্য পাঠ করেন প্রিয়াঙ্কা।

তবে তার কিছু আগের একটি মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেই বলছেন, রাজনীতির ময়দানে এ এক ‘মিষ্টি মুহূর্ত’। ভিডিওতে দেখা গিয়েছে, শপথ বাক্য পাঠ করার আগে প্রিয়াঙ্কা গান্ধী যখন সংসদে প্রবেশ করছিলেন, তখন তাঁর ফটোগ্রাফার দাদা রাহুল গান্ধী নিজে। প্রিয়াঙ্কাকে দেখেই নিজের ফোনে ছবি তোলেন রাহুল, দাদাকে দেখেই হাসি মুখে পোজ বোন প্রিয়াঙ্কার। রাজনৈতিক মহল বলছে, সংসদে রায়বেরেলির সাংসদ ছবি তুলছেন ওয়ানেড়ের সাংসদের, আর একই সঙ্গে বোনের ছবি তুলছেন দাদা। তবে এই প্রথম সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কার প্রবেশ হলেও, রাজনীতির ময়দানে তিনি বহুদিন ধরেই রয়েছেন। এর আগেও প্রচার-সহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে ভাই-বোনের খুনসুটির মুহূর্ত ধরা পড়েছে। এবার সংসদে দু’ জনে উপস্থিত থাকবেন এক্সঙ্গেই।